ষষ্ঠ শ্রেণির সকল ভর্তি ও সপ্তম থেকে নবম শ্রেণির শুধুমাত্র নতুন ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরুর পূর্বে আবেদনের নির্দেশিকা ভালভাবে পড়ে নিন। অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি প্রদান ১২/১১/২০২৪ খ্রি. সকাল ১০:০০ থেকে শুরু হয়ে চলবে ৩০/১১/২০২৪ খ্রি. বিকাল ০৫:০০ পর্যন্ত। আবেদন ফি অনলাইনে বিকাশে অবশ্যই পরিশোধ করতে হবে। অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি প্রদান সংক্রান্ত যেকোন সমস্যায় যোগাযোগ করুন 01672-616012, 01785-459156 নাম্বারে।

Welcome To NIPGHS Online Admission Portal

(SESSION 2025)